সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থানে আটকা পড়া কয়েক লাখ মানুষকে উদ্ধারে সেনাবাহিনীর সহযোগিতা চায় সিলেটের প্রশাসন। সেনাবাহিনী দুপুরের পর থেকেই কাজে নেমে পড়ে।
সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সিলেট ও সুনামগঞ্জের সাতটি বন্যাকবলিত উপজেলায় সেনাবাহিনী কাজ করবে। বন্যায় আটকে পড়াদের উদ্ধার ও ত্রাণকাজে তারা অংশ নেবে।
কুমারগাঁও গ্রিডে দায়িত্বরত প্রকৌশলী বলেন, ‘আর চার ইঞ্চি পানি বাড়লে আমাদের সতর্কতামূলক লেভেলটি অতিক্রম করবে। এটি অতিক্রম করলে এই গ্রিডটি বন্ধ হতে পারে। ’ এর আগে কখনো এত পানি এখানে হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এ রকম চলতে থাকলে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনা এড়াতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হতে পারে। ’
অবশ্য সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত বিকেল ৪টার দিকে জানান, কুমারগাঁওয়ের সমস্যা এরই মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ঝুঁকিমুক্ত করা গেছে।