ফায়ার সার্ভিসের নিহত ৯ কর্মীর মধ্যে গতকাল সর্বশেষ একজনের লাশ শনাক্ত করা হয়েছে। তাঁর নাম ইমরান হোসেন মজুমদার। তিনি কুমিরা ফায়ারস্টেশনে কর্মরত ছিলেন। গতকাল পর্যন্ত আরো তিনজন ফায়ারকর্মী নিখোঁজ আছেন। তাঁরা হলেন কুমিরা ফায়ারস্টেশনের ফায়ারফাইটার শফিউল ইসলাম, সীতাকুণ্ড ফায়ারস্টেশনের ফায়ারফাইটার রবিউল ইসলাম ও ফরিদুজ্জামান।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, দগ্ধ আরো ১৫ জন সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে দুজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।