সোমবার রংপুরের কাউনিয়ায় আনসার ও ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলার বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাহমিনা তারিন এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ, পিভিএমএস বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা কমান্ডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, পীরগাছা উপজেলা আনসার ও ভিডিপি’র প্রিন্সিপাল অফিসার মোঃ সামসুদ্দোহা। বক্তব্য রাখেন, কাউনিয়া থানার এস আই সামিউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছা: ফেরদৌসী আকতার, আনসার ভিডিপি প্রশিক্ষক মো: তাজমুল হক সরকার,প্রশিক্ষিকা তাহেরা সিদ্দিকা প্রমূখ। পরে সদস্যদের মাঝে ছাতা, সাইকেল ও মগ বিতরণ করা হয়েছে।