খুলনার পাইকগাছায় পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তার সীল সাক্ষর জাল করার অভিযোগে পাওয়া গেছে। এঘটনায় পইকগাছা থানায় ৮ জনের নামে মামলা হয়েছে। পুলিশ একজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। জানা যায়, উপজেলার বাইনবাড়িয়া গ্রামের সবুজ মন্ডলের সাথে পাইকগাছা পৌরভার ৯নং ওয়ার্ডের অমিয়দের জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমির নামপত্তন করার জন্য সবুজের একজন কাউন্সিলরের প্রত্যয়ন পত্র ও খাজনার দাখিলা প্রয়োজন। সেটা তার না থাকায় তিনি পাইকগাছা পৌরসভার মহিলা কাউন্সিরের কবিতা রানী দাস ও রাড়–লী ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা লতিফা আক্তারের সীল ও সাক্ষর জাল করে ভুয়া কাগজ তৈরী করে। ওয়ারেশ না হয়েও জাল কাগজ পত্র দিয়ে নামপত্তন করতে যেয়ে জালিয়াতি ধরা পড়ে। বিষয়টি জানার পর মহিলা কাউন্সিলর কবিতা রানী দাশ পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করেন। অন্যদিকে সহকারী ভ‚মি কর্মকর্তা লতিফা আক্তারের সাক্ষর ও সিল জাল করে ভ‚মি উন্নয়ন কর পরিশোধ দেখানো হয়েছে বলে তিনি জানান। থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জিয়া বলেন, বাতিখালীর মনরঞ্জন মন্ডলের ছেলে অমিয় মন্ডল বাদী হয়ে থানায় ৮ জনের নামে জালিয়াতি মামলা দিয়েছেন। শনিবার রাতে সবুজের সহযোগী আমিরুল ইসলাম চঞ্চল নামে একজনকে আটক করা হয়েছে অন্যদের আটকের চেষ্টা চলছে।