ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার আরো কাছে চলে গেছে বতর্মান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গতরাতে উলভসের বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে গার্দিওলার দল। ম্যাচে একাই চার গোল করেছেন সিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন। অপর গোলটি করেছেন রহিম স্টার্লিং।
ম্যাচের সপ্তম মিনিটে কেভিন ডি ব্রুইন গোলের সূচনা করেন। একাদশ তম মিনিটেই সেই গোলটি পরিশোধ করেন উভসের ডেন্ডোনকার। ১৬তম মিনিটে সিটিকে ফের এগিয়ে দেন ডি ব্রুইন। ২৪তম মিনিটে আরো একটি গোল করে তিনি পূরণ করেন হ্যাটট্রিক।
বিরতির পর ৬০তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন ডি ব্রুইন। আর ৮৪তম মিনিটে স্টার্লিং করে সিটির ৫-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে লিভারপুলের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে রইল ম্যানসিটি। ৩৬ ম্যাচে সিটির পয়েন্ট ৮৯, আর লিভারপুলের ৮৬। দুদলেরই বাকি আছে আর দুটি করে ম্যাচ।