সিএনআই নিউজ:
ময়মনসিংহের ত্রিশালে ৮ বছরের শিশুকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে র্যাব আসামীদের ত্রিশাল থানায় হস্তান্তর করে। গ্রেপ্তারকৃত আসামি দুজনই অপ্রাপ্তবয়স্ক। দুজনই ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাসিন্দা।
ত্রিশাল থানা সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর দুপুরে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের গ্রামের এক বাড়িতে ঢুকে দুই কিশোর ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে। এ সময় শিশুর বাড়িতে তাদের অভিভাবক কেউ ছিল না। পরে বিষয়টি কাউকে না বলার জন্য ওই শিশুকে ভয়ভীতি দেখিয়ে দুই কিশোর সেখান থেকে চলে যায়। ঘটনার এক দিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে সে ধর্ষণের বিষয়টি তার বড় বোনকে জানায়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৮ ডিসেম্বর ওই শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত দুই কিশোরের বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি ধর্ষণ মামলা করেন। ঘটনার দুই সপ্তাহ পর র্যাব-১৪ এর একটি অভিযান চালিয়ে খুলনা থেকে আসামিদের গ্রেপ্তার করে।
র্যাব ১৪ মিডিয়া অফিসার হান্নানুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন তাদের অপকর্মের কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের ত্রিশাল থানায় হস্তান্তরের করা হয়েছে।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।