
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে তৃতীয় জাতীয় ভোটার দিসব উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়’- এ প্রতিপাদ্যের আলোকে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাচন অফিসার সেকান্দার আলী’র পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী আবুল মনছুর, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, নজমুল হুদা, এ্যাড. মোখলেছুর রহমান, সামিউল ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহ্ প্রমূখ
সুন্দরগঞ্জে পাইপসহ ১০ ড্রেজার মেশিন জব্দ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা মৌজার তিস্তা শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণে ব্যবহৃত ১০টি ড্রেজার মেশিনসহ ১ হাজার ফুট পাইপ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, গত সোমবার সন্ধ্যা থেকে রাতব্যাপী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল-মারুফ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান চালান। এতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত স্যালো ইঞ্জিনসহ ১০টি ড্রেজার মেশিনসেট ও ১ হাজার ফুট পাইপ জব্দ করেন। তবে, এ সময় কাউকে আটক করা সম্বভ হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.