
নাজিউদ্দি মামুন,স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্যে দিয়ে সাভারে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন। এ উপলক্ষে শুক্রবার সকালে সাভারের রাজাশন এলাকায় ধরেন্ডা সেন্ট যোশেফ গির্জায় কেক কেটে বড় দিনের সুচনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এসময় ধরেন্ডা গির্জায় সকাল থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এ উপলক্ষে দিনব্যাপী নানা উৎসব পালন করে। বড়দিন উপলক্ষে গির্জায় আরাধনা করেন খৃস্টধর্মাবলম্বীরা। এদিকে বড় দিন উপলক্ষে ধরেন্ডা গির্জায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি, ধরেন্ডা সেন্ট যোশেফ গির্জার ফাদার আলবার্ট টমাস রোজারিওসহ আরো অনেকে। #
Leave a Reply
You must be logged in to post a comment.