
ইন্টারন্যাশনাল ডেস্ক:
তুরস্কের পূর্বাঞ্চলীয় ভন এবং দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাস বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩৪ জন আইএস সদস্য গ্রেফতার করেছে। দেশটির আধা-সরকারি আনাদলু নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। খবর সিনহুয়ার।
নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা কর্মকর্তারা ওই এজেন্সিকে জানান, সন্ত্রাসবাদ দমন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা পূর্বাঞ্চলীয় ভন প্রদেশে অভিযান চালিয়ে বিভিন্ন সংস্থা সংশ্লিষ্ট প্রমাণপত্র এবং ডিজিটাল সামগ্রিসহ সন্দেহভাজন ৩১ আইএস সদস্যকে গ্রেফতার করে।
বার্তা সংস্থা জানায়, তুর্কি পুলিশ আদানা প্রদেশে পৃথক অভিযান চালিয়ে আইএসের সন্দেহভাজন ৩ সদস্যকে গ্রেফতার করে। প্রদেশটিতে অভিযান অব্যাহত রয়েছে।
তুরস্কে আইএস গ্রুপের তৎপরতা বেড়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে দেশটির সন্ত্রাস বিরোধী নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান জোরদার করেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.