
অনলাইন ডেস্ক
আগামী ২৭ ডিসেম্বর ‘বলিউডের ভাইজান’খ্যাত তারকা সালমান খানের জন্মদিন। তিনিও নাকি শাহরুখ খানের পথেই হাঁটবেন। এই বছর জন্মদিন উদযাপন করবেন না ‘দাবাং’ অভিনেতা।
গত ২ নভেম্বর ছিল বলিউড সুপারস্টার শাহরুখের জন্মদিন। কিন্তু করোনা মহামারীর কারণে ঘটা করে জন্মদিন উদযাপন করেননি এই অভিনেতা। সালমানের জন্মদিন উদযাপন প্রসঙ্গে একটি সূত্র স্পটবয় ডটকমকে বলেন, ‘এবারই প্রথম আমরা সালমান ভাইয়ের ফার্মহাউজে জন্মদিন ও ইংরেজি বর্ষবরণ করতে যাচ্ছি না। আমার মনে হয় না এবার কোনও বড় আয়োজন হবে। যতদূর জানি, তিনি জন্মদিন ও বর্ষবরণের সময় তার অন্তিম সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকবেন। যেহেতু এটি মহেশ মঞ্জেরকারের তাই হয়তো সিনেমার শুটিং সেটে জন্মদিনের আয়োজন হবে।’
প্রতিবছর শাহরুখের বাড়ি মান্নাতের সামনে ভক্তদের জময়েত হয়। তবে করোনার কারণে এবার দূরত্ব বজায় রেখেই বিশেষ দিনটি উদযাপন করেন ‘বলিউড বাদশা’। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ বছর ভালোবাসো একটু দূর থেকে বন্ধুরা।’
যেহেতু জন্মদিনে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনেও ভক্তদের ভিড় জমে। ধারণা করা হচ্ছে, খুব শিগগির এই অভিনেতাও ভক্তদের উদ্দেশ্যে এমন কোনও ঘোষণা দেবেন।
Leave a Reply
You must be logged in to post a comment.