
বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট করায় ট্রলের মুখে পড়েছেন।
যুক্তরাষ্ট্রের গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ে হওয়ার পর প্রিয়াংকা ও জোনাস আমেরিকাতেই থাকছেন। কিন্তু শিকড় ভোলেননি তিনি। দেশে ঘটে চলা বিভিন্ন ইস্যু নিয়ে বরাবরই টুইট করেন প্রিয়াংকা।
গত ২৩ দিন ধরে কৃষি আইন নিয়ে তোলপাড় দিল্লিতে। কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রোববার প্রিয়াংকা টুইট করেছিলেন।
টুইটারে তিনি লেখেন– ‘কৃষকরা খাদ্য-সেনা। তাদের সমস্যা শুনতে হবে। তাদের দাবি মেটাতে হবে। খুব দেরি হওয়ার আগেই এই বিষয়টির সমাধান করা উচিত। তাতেই রক্ষা হবে গণতন্ত্র’।
দুদিন ধরে তার কমেন্ট বক্স উপচে পড়ছে কমেন্টে। কোনো নেটিজেন প্রিয়াংকার কাছ থেকে এ রকম টুইট পেয়ে খুব খুশি। কারও বক্তব্য– আগে দেশে আসুন তার পর কৃষকদের নিয়ে কথা বলবেন।
Leave a Reply
You must be logged in to post a comment.