
স্পোর্টস ডেস্ক:
মুস্তাফিজুর রহমানের বোলিং ঝলকে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে টানা দাপুটে জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। আজ টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে সাকিব-মাহমুদুল্লাহর জেমকন খুলনাকে ৯ উইকেটে হারিয়েছে রাজশাহী। ৩ দশমিক ৫ ওভারে ৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মুস্তাফিজ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে চট্টগ্রাম। ব্যাট হাতে নেমে রাজশাহীর বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করে খুলনা। দলের মাত্র চারজন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হয়।
এনামুল হক বিজয়ের সাথে ওপেনার হিসেবে নেমে সুবিধা করতে পারেননি সাকিব। মাত্র ৩ রান করেন তিনি। বিজয় করেন ৬ রান। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও ব্যর্থ হয়েছেন। মাত্র ১ রান করেন তিনি। এই তিন জনের কেউই মুস্তাফিজের শিকার হননি। সাকিব ও মাহমুদুল্লাহকে শিকার করেন নাহিদুল।
২৭ রানের মধ্যে ফিরেন বিজয়-সাকিব-মাহমুদুল্লাহ। এরপর দলের অন্যান্য ব্যাটসম্যানরাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ইমরুল কায়েস ২১, আরিফুল হক ১৫, জহিরুল ইসলাম ১৪ ও শামিম হোসেন ১১ রান করেন।
খুলনার মিডল-অর্ডারে আরিফুল-শামীমকে শিকার করেন মুস্তাফিজ। আর শেষ দুই ব্যাটসম্যানকে শিকার করে খুলনাকে ১৭ দশমিক ৫ বলে ৮৬ রানে গুটিয়ে দেন এ তারকা পেসার। নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৮৮ রানে অলআউট করেছিলো চট্টগ্রামের বোলাররা। ঐ ম্যাচেও ৯ উইকেটে জিতেছিলো চট্টগ্রাম।
মুস্তাফিজ ছাড়াও, চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন নাহিদুল ইসলাম ও তাইজুল ইসলাম।
জয়ের জন্য ৮৭ রানের সহজ লক্ষ্যে আজও দলকে বড় সূচনা এনে দেন চট্টগ্রামের দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। ৬৫ বলে ৭৩ রানের জুটি গড়েন লিটন-সৌম্য। এরমধ্যে ২৯ বলে ২৬ রান করে আউট হন সৌম্য। মোমিনুল হককে নিয়ে দলের জয় নিশ্চিত করেন লিটন। ৯টি চারে ৪৬ বলে অপরাজিত ৫৩ রান করেন লিটন। ৫ রানে অপরাজিত থাকেন মোমিনুল।
সংক্ষিপ্ত স্কোর :
জেমকন খুলনা : ৮৬/১০, ১৭.৫ ওভার (ইমরুল ২১, আরিফুল ১৫, মুস্তাফিজ ৪/৫)।
গাজী গ্রুপ চট্টগ্রাম : ৮৭/১, ১৩.৪ ওভার (লিটন ৫৩*, সৌম্য ২৬, মাহমুদুল্লাহ ১/১৬)।
ফল : গাজী গ্রুপ চট্টগ্রাম ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম)।
Leave a Reply
You must be logged in to post a comment.