
,নওগাঁ সংবাদদাতা :
বিদেশে পাঠানোর নাম করে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য আব্দুল কুদ্দুসকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট। র্যাব সুত্রে জানা যায়, ৪ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জয়পুরহাট জেলার সদর থানাধীন দোগাছি ইউনিয়নের ইউপি সদস্য চকশ্যাম নিবাসী মো. আব্দুল কুদ্দুস (৫৩) খঞ্জনপুর নিবাসী ১৭ বছর বয়সী এক তরুনীকে বিদেশ পাঠানোর জন্য পাসপোর্ট তৈরি করার কথা বলে একটি গোপন স্থানে নিয়ে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে এবং সেখানে তাকে বন্দী করে রাখে। গতকাল এঘটনায় সন্ধ্যায় ভিকটিমের ফুফাতো ভাই র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পে একটি অভিযোগ করলে উক্ত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে র্যাব-৫ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম সঙ্গিয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই রাতেই জয়পুরহাট সদর থানাধীন খঞ্জনপুর এলাকা থেকে উক্ত ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত ঘৃণিত ধর্ষক মো. আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করে। ইউপি সদস্য আব্দুর কুদ্দুস জয়পুরহাটের রাঘপুর গ্রামের মৃত আইয়ুব আলী ছেলে। র্যাব জানান,তার কাছ থেকে বিভিন্ন অল্প বয়সী কিশোরীর অশ্লীল ছবি সম্বলিত ০১ (এক) টি মোবাইল ও ০২ (দুই) টি সীমকার্ড জব্দ করা হয়েছে। উক্ত ধর্ষকের বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি প্রতারণার মামলা রয়েছে এবং সে এর আগে বেশ ক’জন অসহায় নারীর জীবন ধ্বংস করার অপরাধে স্থানীয়ভাবে একজন কুখ্যাত অপরাধী হিসবে পরিচিত। ধর্ষককে আটকের পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে উক্ত ধর্ষকের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#
Leave a Reply
You must be logged in to post a comment.