
কলারোয়া সংবাদদাতা :
পুলিশের অভিযানে প্রায় ১২ কেজি রূপার গহনাসহ এক ভ্যান চালককে আটক করেছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে কলারোয়া পৌরসদরের বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনের রাস্তা থেকে কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের নেতৃত্বে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল, এ.এস.আই রাকিবুল, এ.এস.আই আলাউদ্দীনসহ সঙ্গীয় সদস্যরা ওই রূপার গহনা উদ্ধার করেন। ৯টি প্যাকেটে মোড়ানো রূপার গহনাগুলো সীমান্ত থেকে আসা একটি ভ্যানে থাকা বাজারের প্যাকেটে মধ্যে ছিলো। উদ্ধার হওয়া গহনার ওজন ১১কেজি ৭শ গ্রাম। এ ঘটনায় ভ্যান চালক মাসুদুর রহমান ওরফে খোকন ঢালী (৪৫) কে আটক করেছে থানা পুলিশ। সে কেঁড়াগাছি গ্রামের আশরাফ ঢালীর ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনে থেকে একটি ভ্যানে থাকা বাজারের ব্যাগে ৯টি প্যাকেটে মোড়ানো ১১কেজি ৭শ গ্রাম রূপার গহনা উদ্ধার করা হয়। ভ্যানটি সীমান্ত এলাকা থেকে কলারোয়া বাজারের দিকে আসছিলো। এ ঘটনায় ওই ভ্যান চালককে আটক করা হয়েছে। তিনি আরও জানান, ভ্যান চালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে এক ব্যক্তি কলারোয়ায় নিয়ে আসার জন্য সীমান্ত এলাকা থেকে ওই ব্যাগটি তার কাছে দেয়। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া গহনার মধ্যে বিপুল সংখ্যক চেইন ও ২০ জোড়া বালা রয়েছে বলে জানা যায়। যার আনুমানিক মূল্য ৯লাখ ৩৬ হাজার ৫শ টাকা। এ রিপোর্ট চলাকালীন সময়ে ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
Leave a Reply
You must be logged in to post a comment.