
দিনাজপুর সংবাদদাতা :
গত বুধবার বিকেলে কল্যানী প্রাইমারী স্কুলে জবর
দখল কারীকে ইউএনও কার্যক্রম বন্ধের নিদের্শ দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের সরেজমিন
পরিদর্শন করে। রাষ্ট্রপক্ষ ও জবর দখলকারী দলিলপত্র যাচাই-বাছাই
শেষে জবর দখলকারী বুলু আহমেদকে এ নিদের্শ দিয়েছেন।
কল্যানী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আর্জিনা
বেগমের ২৫ অক্টোবর অভিযোগ করে জানান, ১৯৬৩ইং
রেজিষ্ট্রি দলিল মুলে প্রাপ্ত ২৪ শতক স্কুলের জমি জবর দখল
করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী
অফিসার মোঃ আব্দুল কাদের ও সহকারী কমিশনার (ভুমি)
মোঃ ডালিম সরকার সরেজমিন পরিদর্শন করেন।
প্রশাসন স্কুুলপক্ষ ও জবর দখলকারী পক্ষের দলিলপত্র যাচাই-
বাছাই শেষে জবর দখলকারীদের ওই নিদের্শ দিয়েছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.