
অনলাইন ডেস্ক :
রংপুরের হারাগাছায় স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গোয়েন্দা পুলিশের এএসআই রায়হানকে ৫ দিন ও অপর দুই আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (০৪ নভেম্বর) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্নিগ্ধা রানী চক্রবর্তী এ আদেশ দেন।
এর আগে তিন আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এ বি এম জাকির হোসেন প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত এ এস আই রায়হানকে ৫ দিন, মেঘলা ও সুরভীকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
২৩ অক্টোবর নবম শ্রেণির ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। গত ২৪ অক্টোবর নির্যাতিতার বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে হারাগাছ থানায় একটি মামলা করেন। পরে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। গত ২৮ অক্টোবর পুলিশ লাইন্স থেকে এএসআই রায়হানকে গ্রেফতার করা হয়। এ মামলায় দুই নারীসহ আরও ৪ আসামিকে গ্রেফতার করা হয়।
রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, বিজ্ঞ আদালতে আসামিদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এক্ষেত্রে আমাদের যে পুলিশে সদস্য এসআই রায়হান উদ্দিন, তাকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আর তাদের সাথে যে ২ জন সহযোগী আছে মেঘলা এবং সমাপ্তি তাদের প্রত্যেককে ৩ দিন করে রিমান্ড দিয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.