
অনলাইন ডেস্ক :
পদ্মা সেতুতে ৩৬তম স্প্যান বসছে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর)। এই স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর পাঁচ হাজার ৪০০ মিটার। বুধবার (০৪ নভেম্বর) বিকেলে এ-সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে সেতু কর্তৃপক্ষ।
সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার পর মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে স্প্যান নেওয়া শুরু হবে। নির্ধারিত পিলারের কাছে নেওয়ার পর সবকিছু অনুকূলে থাকলে বসানো হবে। না-হয় বসানো হবে পরদিন শুক্রবার।
এর আগে চার দিন আগে ৩১ অক্টোবর সেতুর ৩৫তম স্প্যান বসানো হয়।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হয় স্প্যানগুলো। এতে দৃশ্যমান হয়েছে সেতুর পাঁচ হাজার ২৫০মিটার অংশ।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মোট ৪২টি পিয়ারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। সব কয়েকটি পিয়ার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) এবং নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।
Leave a Reply
You must be logged in to post a comment.