
কুয়ালালামপুর, এএফপি:
করোনা ভাইরাস মাহামারির এই সময়টিতেও ওয়েস্ট জোনের খেলা সফলভাবে আয়োজন করতে সক্ষম হওয়ায় এশিয়ার চ্যাম্পিয়ন্স লীগের ইস্ট জোনের খেলাগুলো আয়োজনেরও দায়িত্ব দেয়া হয়েছে কাতারকে। শুক্রবার কর্মকর্তারা এই কথা জানিয়েছেন।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানায় – জাপান, চীন ও অস্ট্রেলিয়ার মত দেশের ক্লাবগুলোর অন্তর্ভুক্তিতে গঠিত ইস্ট জোনের বাকী ম্যাচ গুলো দোহায় অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর।
একক লীগ এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। তবে ফাইনালের ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি। করোনা ভাইরাসের কারণে গোটা ম্যাচ সুচিকেই পরিবর্তিত করতে হয়েছে এএফসিকে।
ইস্ট জোনের জি এবং এইচ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবার কথা ছিল মালয়েশিয়ায়। দেশটি এখন করোনার সঙ্গে লড়াই করছে। পরে কাতারে জৈব সুরক্ষিত বাবলের মধ্যে গত মাসে ফের শুরু হয় এশিয়ার ক্লাব ফুটবলের এই শীর্ষ টুর্নামেন্টের খেলা।
করোনা মহামারি শুরুর কারণে গত মার্চেই স্থগিত হয়ে যায় এই টুর্নামেন্ট। সেখানে এখনো গ্রুপ পর্বের ম্যাচই শেষ করতে পারেনি চীনা ক্লাব সাংহাই এসআইপিজি, সাংহাই সেনহুয়া ও গুয়ানঝু এভারগ্র্যান্ড।
কাতারে ওয়েস্ট জোনের খেলাগুলো ‘ মসৃনভাবে সম্পন্ন ’ হয়েছে বলে প্রশংসিত করেছেন এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসর জন।
Leave a Reply
You must be logged in to post a comment.