
সাতক্ষীরা প্রতিনিধি:
দেশব্যাপী চলমান ধর্ষণ, নারী শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মৌন পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরার ব্যানারে সামাজিক সংগঠন সংকল্প, হেড সংস্থার অংশগ্রহণে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হওয়া মৌন পদযাত্রা খুলনা রোড মোড়ে স্বাধীনতা চত্বরে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। এ সময় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ও স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকরা কর্মসুচির সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানায়। তারা বিভিন্ন স্লোগান, কবিতা ও বক্তৃতা মাধ্যমে ধর্ষণ ও নারী শিশুর উপর চলমান নির্যাতনের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবি জানান। খুলনা রোড মোড়ের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আখতারুজ্জামান, সবুজ সরকার, শাকিল আহমেদ, ইয়াসমিন নাহার রোজ, জাহিদুর রহমান, শারমিন সুলতানা মিরা, তরিকুল ইসলাম, সবুজ চৌধুরী, অবনী কুমার রুদ্র,ইসমাইল হোসেন দ্বীপ সহ সাতক্ষীরা ব্লাড ডোনার বৃন্দ ও আমাদের সাতক্ষীরার সদস্যবৃন্দ। মানববন্ধনে বক্তারা ধর্ষণেরসর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসি চাই, ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। তারা বলেন, বাংলাদেশে করোনা মহামারীর থেকে ভয়াবহ আকারে রুপ ধারণ করেছে ধর্ষণ। ধর্ষণ একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে । যারা ধর্ষণ করে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। একজন নারী স্বেচ্ছাসেবক বলেন, ‘আজ আমি একজন নারী হয়ে সমাজের কাছে, পুরুষ জাতির কাছে জানতে চাই আমি ঘর থেকে বাহিরে সুরক্ষিত তার নিশ্চিয়তা কে দিবে..ঘর থেকে বাহির হবো কোন সহসে?’ এছাড়া মানববন্ধন ও মৌন পদযাত্রায় জেলার বিভন্ন শ্রেনী পেশার মানুষ অংশনেন।
Leave a Reply
You must be logged in to post a comment.