বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে নকল ভিক্সল পাওয়ার তৈরী করে কোটিপতি হওয়ার অভিযোগ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বৈশ্বিক স্বাধীনতা সূচকে ১৬৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১ কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল  যশোরের শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা মান্দায় জোরপূর্বক বাড়িতে ঢুকে হামলা,থানায় অভিযোগ বেলকুচি বাসী ফাউন্ডেশন এর উদ্যোগে তেঁয়াশিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় বৃক্ষ রোপণ করা হয় । ফরিদপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৪ কয়েকদিন বন্ধ থাকার পর সিএনআই নিউজ আবার চালু

উয়েফা বর্ষসেরা ফুটবলার রবার্ট লিওনডস্কি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:24 pm, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক :

উয়েফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন বায়ার্ন মিউনিখের জার্মান ফরোয়ার্ড রবার্ট লিওনডস্কি। সুইজারল্যান্ডের নিয়নে বৃহস্পতিবার (১ অক্টোবর) ২০১৯/২০ মৌসুমের বর্ষসেরার নাম ঘোষণা করে উয়েফা।

দুর্দান্ত মৌসুম কাটানো ৩২ বছর বয়সী এ ফরোয়ার্ড বায়ার্নের হয়ে চলতি মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করেছেন।

‘আমাকে বলতেই হবে, এটা অসাধারণ! এটা সত্যিই অসাধারণ! আপনি যদি কঠোর পরিশ্রম করেন এবং এই ট্রফিটা জেতেন তবে এটা বিশেষ কিছু।’ উয়েফার সেরা মেনস ফুটবলার নির্বাচিত হবার পর বলছিলেন লিউনডস্কি।

এ সময় সতীর্থ, কোচ, স্টাফ এবং নিজের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান সবসময় পাশে থাকার জন্য।

শুধু সেরা পুরুষ ফুটবলারই নন, উয়েফার সেরা ফরোয়ার্ডও নির্বাচিত হয়েছেন লিওনডস্কি।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর সেরা তিন ফুটবলারের নাম ঘোষণা করে উয়েফা। এতে জায়গা করে নেয় ম্যানুয়েল নয়্যার, কেভিন ডি ব্রুইনা ও রবার্ট লিওনডস্কি। তবে আজ সেরার মুকুটটা লিওনডস্কির মাথায়ই উঠলো।

উয়েফা বর্ষসেরাদের তালিকা:

বর্ষসেরা পুরুষ ফুটবলার: রবার্ট লিওনডস্কি (বায়ার্ন মিউনিখ)
বর্ষসেরা নারী ফুটবলার: পারনিলে হার্ডার (উল্ফবার্গ)
বর্ষসেরা পুরুষ কোচ: হ্যান্সি ফ্লিক (বায়ার্ন মিউনিখ)
বর্ষসেরা নারী কোচ: জেন-লুক ভাসেউর (লিঁও)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা গোলরক্ষক: ম্যানুয়েল ন্যয়ার (বায়ার্ন মিউনিখ)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা ডিফেন্ডার: জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা ফরোয়ার্ড: রবার্ট লিওনডস্কি (বায়ার্ন মিউনিখ)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা নারী গোলরক্ষক: সারা বওহাদ্দি (লিঁও)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা নারী ডিফেন্ডার: উইনডাই রেনার্ড (লিঁও)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা নারী মিডফিল্ডার: জেনিফার মারোজান (লিঁও)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা নারী ফরোয়ার্ড: পারনিলে হার্ডার (উল্ফবার্গ)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com