সিএনআই নিউজঃ
নোবেল শান্তি পুরস্কারের জন্য আরো ২১০ জনের সঙ্গে মনোনয়ন পাওয়া ডাক্তার রুহুল আবিদ একজন বাংলাদেশী আমেরিকান চিকিৎসক। তিনি ঢাকা মেডিকাল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। তিনি হার্ভার্ড মেডিকাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। তিনি ব্রাউন ইউনির্ভার্সিটির গবেষক। গবেষণার বিষয় হার্ট। তিনি খুব ভালো রবীন্দ্রসংগীত গান। তার স্ত্রী তাহাম্মা আবিদ, মেয়ে তানাজ, ছেলে পিনাক সবাই গান করেন, বাংলাগান করেন। মেয়ে উচ্চাঙ্গসংগীত শেখেন। তিনি জাপানে ছিলেন কিছুদিন। তিনি সিলেটে চা বাগানে ডাক্তারের চাকরি নিয়েছিলেন প্রথম জীবনে। সেখানে চা বাগানের কুলি-কামিনদের জন্য হেলথ কার্ড করেন। তখন থেকে গরিব মানুষের হেলথ কার্ড, সবার জন্য মেডিকাল ফ্যাসিলিটিজের ধারণা তার মধ্যে বাস্তবে কাজ করতে থাকে। তিনি চা বাগান কর্তৃপক্ষকে দেখান যে, চিকিৎসার জন্য ১০০ টাকা ব্যয় করা হলে শ্রমিকদের সুস্থতার কারণে ২০০ টাকা আয় বেশি হয়। তিনি বাংলাদেশের গার্মেন্টস কর্মী, ঢাকার রিকশাওয়ালাদের স্বাস্থ্যসেবার মধ্যে আনা, সেক্ষেত্রে অনলাইন প্রযুক্তি ব্যবহার করা, গ্রামের চরের নারীদের জরায়ুমুখের ক্যান্সার সনাক্তকরণ (কুড়িগ্রাম), এবং রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন। তাঁর ডাকনাম লেখন। ডিএমসিতে তিনি মুজিববাদী ছাত্রলীগ করতেন। এরশাদবিরোধী আন্দোলন করে জেলও খেটেছেন। ডা. দীপুমণি তাঁর মিত্রজন। কবি কামাল চৌধুরীও তাঁর ঘনিষ্ঠ। তিনি এবং তার স্ত্রী বাংলাদেশ থেকে পড়তে বোস্টনে যাওয়া বহু ছেলেমেয়েদের লোকাল গার্জিয়ান।