বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করবে সরকার: প্রতিমন্ত্রী এনামুর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:02 pm, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনিদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করবে সরকার। একথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
শুক্রবার দুপুরে সাভার পৌরসভা মিলনায়তনে সাভার পৌর আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহনামের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরো বলেন,ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিন্তু খুনিদের সেই স্বপ্ন কোনদিন পূরণ হয়নি। দেশে বর্তমানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এছাড়া সকল বন্যার্তদের মাঝে সরকার ত্রাণ সামগ্রী দিয়েছে।
সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com