
বিনোদন ডেস্কঃ
‘ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৯’ আয়োজনের ১৯তম আসরের পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বৈশ্বিক মহামারি করোনার কারণে এই প্রথম অনলাইনে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টায় কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে একযোগে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আয়োজনে ‘নোলক’ ছবিটি আটটি পুরস্কার ঘরে তুলে নিয়েছে।
ছবিটির নির্মাতা সাকিব সনেট বলেন, ‘একসাথে এত পুরস্কার এবারই প্রথম। একসাথে আটটি পুরস্কার অর্জন করেছে। আমি আনন্দিত আমার এই ছবিটি এতগুলো পুরস্কার পাওয়ায়। আগামীতে আরো ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে আমার এই পুরস্কার। সিনেমাটি বানিয়ে আজ আমি সত্যি অনেক আনন্দিত।’
যেসব ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ‘নোলক’
সেরা চলচ্চিত্র— নোলক
সেরা পরিচালক— সাকিব সনেট (নোলক)
চলচ্চিত্রে সেরা অভিনেতা— শাকিব খান (নোলক)
চলচ্চিত্রে সেরা অভিনেত্রী— ইয়ামিন হক ববি (নোলক)
সেরা সংলাপ ও চিত্রনাট্যকার— ফেরারী ফরহাদ (নোলক)
সংগীতে সেরা কণ্ঠশিল্পী (পুরুষ)— আসিফ আকবর (শীতল পাটি)
সংগীতে সেরা কণ্ঠশিল্পী (নারী)— দিলশাদ নাহার কণা (চুপি চুপি)
সেরা সংগীত পরিচালক— আহম্মেদ হুমায়ূন (শীতল পাটি)
Leave a Reply
You must be logged in to post a comment.