
সিএনআই নিউজ ডেস্ক:
বাংলা সাহিত্যের নক্ষত্রপতন। দীর্ঘদিন রোগ ভোগের পর চলে গেলেন ‘মেমসাহেব’, ‘মৌ’’, ‘রাঙাবৌদি’র স্রষ্ট্রা সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে কলকাতার টালিগঞ্জের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই সাহিত্যিক তথা সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
১৯৩১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের মগুরা জেলার সরশুনা গ্রামে জন্ম হয় তার। তারপর ১৯৫০ সালে তিনি ‘লোকসেবক’ পত্রিকায় কাজ শুরু করেন। সেইসময় সর্বভারতীয় ক্ষেত্রে একাধিক কাগজে তিনি কাজ করেছেন। দিল্লিতে গিয়ে বেশ কয়েকটি কাগজের হয়ে সংসদ, কূটনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। ১৯৮০ পর্যন্ত তিরিশ বছরের সাংবাদিকতা জীবন ছিল তার।
সেই জীবনের পর তিনি পুরোদস্তুর সাহিত্যিক জীবনেই প্রবেশ করেন। ‘মেমসাহেব’ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সৃষ্টি। এছাড়াও, মৌ, রাঙাবৌদি, পিয়াসা, ম্যারেজ রেজিস্ট্রার, অষ্টাদশী, নাচনীর মতো অসংখ্য উপন্যাস রয়েছে তার।
Leave a Reply
You must be logged in to post a comment.