শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

ডিমলায় অপহরণের ২০ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:37 pm, শনিবার, ১৩ জুন, ২০২০

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী জেলার ডিমলায় অপহৃত ৯ম শ্রেণীর স্কুল ছাত্রী ২০ দিন পর ঢাকা আশুলিয়া হতে উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানায়, উপজেলার ছাতনাই কলোনী ইউনিয়নের (ছাতনাই ফকির পাড়া) গ্রামের আব্দুল্লাহ মোবারকের স্কুল পড়ুয়া কন্যা ও কলোনী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী উর্মি আক্তারকে সুকৌসলে ভাগিয়ে নিয়ে যায় একই এলাকার শুকুর আলীর ছেলে বিল্লাল হোসেন (২২) সহ সাতজন উর্মি আক্তার (১৫)কে অপহরন করে নিয়ে যায়। এ বিষয়ে ওই ছাত্রীর পিতা আব্দুল্লাহ মোবারক গত (২৪ মে) বিল্লাল সহ সাতজনকে আসামী করে ডিমলা থানায় মামলা দায়ের করেন। ডিমলা থানার অপহরন মামলা নং-১৪ । এদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অপহরনের ২০ দিন পর গোপন সূত্রে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আকতারুজ্জামান সঙ্গীয় ফোস সহ শক্রবার রাতে ঢাকা আশুলিয়া এলাকায় একটি ভাড়া বাড়ী হতে অপহৃত স্কুল ছাত্রী উর্মিকে উদ্ধার করে। এ সময় মূল অপহরনকারী বিল্লালকে গ্রেফতার করেন। অপহৃত স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য রবিবার নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com