
এনআই নিউজ : রংপুরের মিঠাপুকুরে পৃথক দুটি ঘটনায় এক নবজাতকসহ যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার চেংমারী ইউনিয়নের আকবপুর নয়আনি এলাকা থেকে সদ্যজাত শিশুটির ও একই উপজেলার নবখোড়াগাছ ইউনিয়নের রুকনীগঞ্জ এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার উপজেলার চেংমারী ইউনিয়নের পাগলারহাট আকবপুর নয়আনি এলাকায় একটি সেতুর নিচে সদ্যজাত একটি ছেলে সন্তানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহটি উদ্ধার করে।
চেংমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল কবির বলেন, ‘পরিপূর্ণ অবস্থায় জন্মের আগেই ওই শিশুটির লাশ কে বা কারা সেতুর নিচে ফেলে রাখে।
তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই মমিনুল হক বলেন, ৪ থেকে ৫ মাস বয়সের একটি ভ্রুণ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
অন্যদিকে একই দিন সকালে একই উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রুকনীগঞ্জ এলাকায় আমবাগানের ভেতর থেকে ১৯ বছর বয়সী এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাতনামা ওই যুবকের পরনে ফুলপ্যান্ট ও গায়ে ফুলহাতা জামা পরা ছিল।
জানা গেছে, মরদেহটির পাশে একটি লাঠি ও এনার্জিড্রিংসের বোতল পড়ে থাকতে দেখা যায়।
গ্রাম পুলিশ মোকছেদুল হকের ধারণা, বাইরে থেকে নিয়ে এসে দুর্বৃত্তরা ওই যুবকের গলাকেটে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
খোড়াগাছ ইউনিয়ন পরিষদের মেম্বার আনিছুল হক জানান, ‘সকালের দিকে স্থানীয়রা গলাকাটা যুবকের লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে থানা পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ওই যুবক অটোভ্যানচালক হতে পারে।
পৃথক দুটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস। এ ব্যাপারে তিনি বলেন, ‘দুর্বৃত্তরা অন্য কোথাও থেকে হত্যা করে অজ্ঞাতনামা ওই যুবকের লাশ ফেলে রাখে। নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে ঘাতকদের সনাক্ত করার চেষ্টা চলছে। পৃথক দুটি মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
Leave a Reply
You must be logged in to post a comment.