
সিএনআই নিউজ : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিখোঁজ যুবক সাইদুল ইসলামের (৩৪) লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটায় উপজেলার ভদ্রঘাট গ্রামের পলাশডাঙ্গা যুবশিবির স্মৃতি স্তম্ভের পাশে মাটি চাপা দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা স্বজনদের।
সূত্র জানায়, সাইদুল ইসলাম উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কারিগর পাড়ার বাসিন্দা বেলাল হোসেনের ছেলে। নয়দিন যাবত তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, সাইদুল নয়দিন আগে থেকে নিখোঁজ। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তবে কিভাবে সাইদুলের মৃত্যু হয়েছে তা প্রাথমিক তদন্তে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তার লাশ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.