
সিএনআই নিউজ : তাইওয়ানের দক্ষিণাঞ্চলে তাইনান শহরের একটি আবাসিক ভবনে সন্দেহভাজন একজন অগ্নিসংযোগকারীর লাগানো আগুনে পুড়ে সাতজন মারা গেছে। আহত হয়েছে আরো দু’জন।
স্থানীয় পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
তাইনানের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে এ আগুন লাগানো হয়। নেভানো হয় রাত তিনটার দিকে।
ভবনের ৪৬ বাসিন্দার মধ্যে ৩৭ জনকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। জানালা দিয়ে লাফিয়ে পড়ার কারণে দুইজন আহত হয়েছে।
হাসপাতালে একজন মারা গেছে এবং অগ্নিনির্বাপনকারীরা ভবন থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে।
পুলিশ বলছে, তাসেং নামের ২১ বছরের এক তরুণ ভবনে আগুন লাগানোর কথা স্বীকার করেছে। তাকে মানসিকভাবে অসুস্থ মনে করা হচ্ছে। আরো তদন্তের জন্যে তাকে পুলিশী হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.