
সিএনআই নিউজ:
লক্ষ্মীপুরে শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে পুত্রবধূ শারমিন আক্তারসহ ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তবে রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন।
জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন বলেন, সকল প্রমাণ ও
স্বাক্ষ্য গ্রহণে আসামিরা আদালতে দোষী প্রমাণিত হয়েছে। রায়ের সময় আসামিরা
আদালতে উপস্থিত ছিল না।
ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত অন্য আসামিরা হলেন সদর উপজেলার কালিবৃত্তি গ্রামের
মৃত তরিক উল্যার ছেলে মো. জামাল, মো. নাজিম ও আন্দার মানিক গ্রামের মো.
হোসেনের ছেলে জসিম উদ্দিন।
আদালত সূত্র জানায়, মৃত জাকেরা বেগম সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের প্রবাসী রুহুল আমিনের স্ত্রী। জাকেরার ছোট ছেলে আবুল বাশার ঢাকায় ইলেক্ট্রিকের কাজ করতেন। বাশারের অনুপস্থিতে স্ত্রী শারমিন অপর আসামি জামালের সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তারা দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। বিষয়টি জানতে পেরে জাকেরা পুত্রবধূকে পরকীয়া প্রেমের সম্পর্কটি বিচ্ছিন্ন করতে বলেন। এতে তাদের দুইজনের মধ্যে বিরোধ দেখা দেয়।
২০১৬ সালের ১৪ জুলাই মধ্যরাতে বাসার কলাপসিবল গেট খুলে শারমিন অপর আসামিদের নিজের কক্ষে নিয়ে যান। তাদের কথা শুনে ঘুম থেকে উঠে শারমিনের কক্ষে গেলে জাকেরা আসামিদের দেখতে পান। এ সময় আসামিরা ক্ষিপ্ত হয়ে জাকেরাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরদিন নিহতের দেবর খোরশেদ আলম বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত ৪ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই আসামি জসিম উদ্দিনকে নতুন তেওয়ারীগঞ্জ গ্রামের শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামিরা জামিন নিয়ে পলাতক রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.