
সিএনআই নিউজ: জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনটি নিজের করে রাখলেন জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা ক্রিকেটার নাসির হোসেন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে সোমবার দিন শেষে ১০৪ রানে অপরাজিত আছেন তিনি। তার ব্যাটে ভর দিয়ে দ্বিতীয় ইনিংসে রংপুর ডিভিশনের সংগ্রহ ৫ উইকেটে ২০০ রান। ৫ উইকেট হাতে নিয়ে রংপুরের লিড ২১২ রান।
প্রথম স্তরের এ ম্যাচে নাসিরের অপরাজিত শতকে ঢাকার বিপক্ষে কিছুটা সুবিধাজনক জায়গায় আছে রংপুর। প্রথম ইনিংসে ১২ রানে লিড পাওয়া দলটি তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২০০ রান সংগ্রহ করেছে।
সবচেয়ে বড় কথা, বিপজ্জনক হয়ে ওঠা নাসির এখনও নটআউট। এবারের জাতীয় লিগে এর আগে তিনটি হাফসেঞ্চুরির ইনিংস খেললেও এই প্রথম সেঞ্চুরি পেলেন তিনি। গতকাল শেষ বিকালে তাকে সুযোগ্য সঙ্গ দিয়েছেন নাঈম ইসলাম। তিনি ২৬ রান নিয়ে অপরাজিত আছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.