
সিএনআই নিউজ : যশোরে ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে মাহিদুল নামের এক শিক্ষার্থী বাইসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। যশোর-ঝিনাইদহ সড়কে নতুন খয়েরতলা এলাকার কৃষি গবেষণা কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক।
Leave a Reply
You must be logged in to post a comment.