
সিএনআই নিউজ : নিউজিল্যান্ডের বৃহত্তম নগরী অকল্যান্ডের একটি নির্মাণ স্থলে ভয়াবহ অগ্নিকান্ডে এলাকাটি কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর সময় নগরীর কেন্দ্রস্থলের অনেক এলাকা বাধ্য হয়ে বন্ধ করে দেয়া হয়। খবর এএফপি’র।
দেশটির দমকল ও জরুরি সংস্থা জানায়, স্থানীয় সময় বেলা ১টা ১০মিনিটের দিকে স্কাই সিটি কনভেনশন সেন্টারের ছাদে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
নিউজিল্যান্ডের বৃহত্তম নগরীর এ কেন্দ্র ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়ার পর অফিস কর্মীদের সেন্টারের ভিতরে অবস্থান করার ব্যাপারে সতর্ক করা এবং এসি বন্ধ করে দিতে বলা হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
অসমর্থিত সূত্রের খবরে বলা হয়, নির্মাণ কর্মীরা ওই ভবনে ঝালাইয়ের কাজ করার সময় এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ কনভেনশন সেন্টার হচ্ছে অকল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২১ সালের অ্যাপেক সম্মেলনের অন্যতম কেন্দ্র।
Leave a Reply
You must be logged in to post a comment.