বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, ৫০ হাজার টাকা পায়নি ভুক্তভোগী পরিবার মধ্যপ্রাচ্যের পরবর্তী পরিস্থিতিতে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত পাহাড়ে অভিযান চলবে’-র‌্যাব মহাপরিচালক পাইকগাছায় সত্তর বছরের বৃদ্ধার আত্নহত্যা কাজিপুরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা  কুড়িগ্রাম ঘোগাদহে মাছের আড়তে হামলা করে লুটপাট কুড়িগ্রামের মোগলবাসায় সন্ত্রাসী তান্ডবে বাড়ি ভাংচুর, ৭ জন আহত সিরাজগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী  ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে নিহত কমপক্ষে ১১ জন মার্কিন নেতৃত্বাধীন জোট প্রত্যাহারে আলোচনায় একমত বাইডেন ও ইরাকি প্রধানমন্ত্রী

ডি মারিয়ার জোড়া গোলে পিএসজির বড় জয়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:47 pm, শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

সিএনআই নিউজ : এ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোলের পাশাপাশি ইনজুরি থেকে ফেরা কিলিয়ান এমবাপ্পে ও মাউরো ইকার্দির গোলে শুক্রবার লিগ ওয়ানে নিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেইন্ট-জার্মেই। এই জয়ে নঁতের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে লিগ টেবিলের শীর্ষেই থাকলো প্যারিসের জায়ান্টরা।
আন্তর্জাতিক বিরতিতে ইনজুরিতে পড়ায় কাল পিএসজির হয়ে মাঠে ছিলেন না নেইমার ও ইদ্রিসা গুয়ে। তবে নিস সফরে বদলী বেঞ্চ থেকে উঠে এসে এমবাপ্পে নিজেকে প্রমাণ করেছেন। কাল দলে আরো ছিলেন ফিট হয়ে ফিরে আসা আরেক তারকা এডিনসন কাভানি।
ম্যাচ শেষে পিএসজি কোচ থমাস টাচেল বলেছেন, ‘মৌসুমের শুরুতেই কয়েকটি কঠিন ম্যাচ খেলার পর আবারো জয় দিয়ে বিরতি থেকে ফেরাটা সত্যিই দলকে আত্মবিশ্বাস যোগাবে। কালকের ম্যাচের প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। ম্যাচটি নিয়ন্ত্রণের অনেক সুযোগ আমাদের সামনে ছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা কিছুটা হলেও ছন্দ হারিয়ে ফেলেছিলাম।’
নিসের আলিয়াঁজ রিভেইরা স্টেডিয়ামে প্রথম কয়েক মিনিটেই প্রিসনেল কিমপেমবে ও আব্দু ডিয়ালোর দুটি শট দারুন দক্ষতায় রুখে দেন স্বাগতিক গোলরক্ষক ওয়াল্টার বেনিটেজ। ১৫ মিনিটে আর্জেন্টাইন সতীর্থ ইকার্দির পাস থেকে ডি মারিয়া গোল করে দলকে এগিয়ে দেন। এ বছর ডি মারিয়ার থেকে ফ্রান্সে গোলের দিক থেকে শুধুমাত্র এমবাপ্পে এগিয়ে আছেন। ২১ মিনিটে ডি মারিয়া ব্যবধান দ্বিগুন করলে পিএসজি বড় জয়ের সুবাতাস পেতে থাকে।
দ্বিতীয়ার্ধে অধিনায়ক থিয়াগো সিলভার পরিবর্তে পিএসজির জার্সি গায়ে মাঠে নামেন মারকুইনহোস। মাঠে নেমেই কর্ণার থেকে তার হেড ক্রসবারে লেগে ফেরত আসে। কিন্তু এই ব্রাজিলিয়ানের ভুলে ৬৭ মিনিটে নিসের হয়ে ইগনাটিয়াস গানাগো এক গোল পরিশোধ করতে সমর্থ হয়। তবে ৭৪ ও ৭৭ মিনিটে ওয়াইলান সিপ্রিয়েন ও ক্রিস্টোফার হেরেলার দুই লাল কার্ডে প্যাট্রিক ভিয়েরার দলের সব আশা শেষ হয়ে যায়। দ্বিতীয় হলুদ কার্ডের কারনে সিপ্রিয়েন ও লিওনার্দো পারেডেসকে থাপ্পড় মারার অপরাধে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেছেন হেরেলে। এই ঘটনাটি অবশ্য ভিএআর’র সহযোগিতায় নিশ্চিত হয়েই রেফারি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আগস্টের পর থেকে মাত্র দু’টি ম্যাচে বদলী হিসেবে মাঠে নেমেছিলেন এমবাপ্পে। গতকালও নয়জনের দলের বিপক্ষে ম্যাচ শেষের সাত মিনিট আগে টাচেল এমবাপ্পেকে মাঠে নামান। আর তাতেই সফল হয়েছেন পিএসজি বস। ৮৮ মিনিটে নিজে এক গোল করার পর ইকার্দিকে দিয়ে ইনজুরি টাইমে শেষ গোলটি করিয়েছেন এই ফ্রেঞ্চ তরুণ। আগস্টের পর এটি এমবাপ্পের প্রথম গোল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com