
বদিয়ার রহমান,লালমনিরহাট : জেলায় ৬৮ জন ডেঙ্গু জরে আক্রান্ত। এর মধ্যে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে ৮ জন। গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনকে রেফার্ড করেছে চিকিৎসক জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার কাশেম আলী। অপর রোগীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মনিরুল ইসলাম (৩২) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। সে লালমনিরহাট জেলা সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি বাগডোরা গ্রামে নিমচালা শেখের ছেলে। জানা গেছে, মনিরুল ঢাকার কেরানীগঞ্জে ঝুট কাপড়ের ব্যবসা করতেন। তিনি গত কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে আসেন। এরপর রোববার (১১ আগস্ট) শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক একেএম শাহাদুজ্জামান ডেঙ্গু আক্রান্ত মনিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম আমু বলেন, সন্ধ্যা পর মৃত্যুর খরব পেয়েছি। সে ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.