
সিএনআই নিউজ : মিউজিক অ্যাপে গান শুনতে শুনতে ফোনে অন্য কাজ করার অভ্যাস আমাদের অনেকেরই রয়েছে৷ সেক্ষেত্রে মিউজিক অ্যাপটি মিনিমাইজ করেই আমরা অন্য অ্যাপটি খুলে থাকি৷ একদিকে গানও চলে, আবার প্রয়োজনীয় কাজটাও হয়ে যায়৷ কিন্তু ইউটিউবের ক্ষেত্রে তেমনটা করা যায় না৷ মিনিমাইজ করে কোনওভাবেই ইউটিউবে গান শোনা যায় না৷ এটা অনেকেরই অভিযোগ৷ তবে জানেন কি, এই সমস্যারও সমাধান রয়েছে৷ মানে ইউটিউব মিনিমাইজ করেও এবার অনায়াসে ফোনে অন্যান্য কাজ সারা যাবে৷ কীভাবে?
সেক্ষেত্রে ব্যবহারকারীকে কতগুলি পদক্ষেপ অনুসরণ করতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷
- ১) প্রথমে ফোনের গুগল ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবে পছন্দের গানের ভিডিওটি বেছে নিতে হবে৷
- ২) এবার ব্রাউজারের ডানদিকের কোণের সেটিংস অপশানে যেতে হবে।
- ৩) সেখানে যে ডেস্কটপ মোড অপশানটি রয়েছে সেটিকে চালু করতে হবে।
- ৪) এরপর আবার নতুন করে লোড হবে ইউটিউবের পেজটি। এবং তারপর থেকে ফোনে ডেস্কটপের মতো করেই দেখাবে ইউটিউব।
- ৫) বিশেষজ্ঞরা বলছেন এরপর থেকে পছন্দের ভিডিওটি প্লে করে, ফোনের হোম বাটনে ক্লিক করলেই, মিনিমাইজ হয়ে যাবে ইউটিউব।
- ৬) যদি এরপর ব্যবহারকারীর ইউটিউবে ঢোকার প্রয়োজন হয়, তবে ফোনের নোটিফিকেশন বারটি নামালেই হবে৷ ওখানে ইউটিউবের ভিডিওটিকে বন্ধ করা
- যাবে বা ক্লিক করলে খুলে যাবে সমগ্র ইউটিউবটি৷
- ৭) বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই পদ্ধতিতে ফোনের স্ক্রিন অফ করলেও চলতে থাকবে গান। ফোন পকেটে রেখেই হেডফোনে গান শোনা যাবে ইউটিউবে। এবং এতে ডেটা খরচের পরিমাণও হবে কম।
- ৮) এই পদ্ধতিতে নাকি ইউটিউবে গান শুনতে শুনতেই ফেসবুক, হোয়াটসঅ্যাপও ব্যবহার করা যাবে৷
Leave a Reply
You must be logged in to post a comment.