
সিএনআই নিউজ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ছেলে ধরা সন্দেহে এক মানসিক প্রতিবন্ধী যুবককে আটক করে গণধোলায় দিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার রাত ৯টার দিকে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।আটক যুবক সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পুরাতন গদিগাওঁ গ্রামের আবদুল মতলিব মিয়ার ছেলে আফজাল হোসেন (২৬)। তিনি মানসিক প্রতিবন্ধী। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রাতে মতিন মিয়ার বাড়ির এক নারী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে অন্ধকারে এক অপরিচিত যুবককে দেখতে পান। ওই নারীকে দেখতে পেয়েই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে নারীর চিৎকারে এলাকাবাসী তাকে আটক করে। জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, ওই যুবকের পরিবার খবর পেয়ে থানায় জানায়- আটককৃত যুবক আফজাল সে দীর্ঘদিন যাবত মানসিক রোগী। তাকে গত তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাতেই যুবকের পরিবারের লোকজন এসে যুবককে নিয়ে গেছে বলে জানান ওসি।
Leave a Reply
You must be logged in to post a comment.