
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২১ জুলাই) বিকালে উপজেলার গুমাণীগন্জ ইউনিয়নের খরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি হলেন উপজেলার খরিয়া গ্রামের কুয়েত প্রাবাসী শাহ আলমের পুতো মোঃনিশাত রহমান (২ বছর) স্থানীয়রা জানান, রবিবার দুপুর ১ টায় শিশু নিশাতের মা তার ছেলেকে বাড়ীর উঠানে বসে রেখে বাড়ী উঠান ঝাড়ু দিচ্ছিলেন।হঠাৎ নিশাতের মা লক্ষ করেন তার শিশুটি সেখানে নেই এরপর সে বাড়ীর চারপাশ খোঁজ করে শিশুটিকে না পেয়ে সে প্রতিবেশী বাড়ীতে খোঁজ করে এসময় প্রতিবশীসহ খোঁজখুজির এক পর্যায়ে বিকাল ৩ টায় বাড়ীর পাশে খালে আসা বন্যার পানিতে শিশুটিকে মরা দেহ ভাসতে দেখে এলাকাবাসী।শিশুটিকে মৃত্যু উদ্ধার করে এলাকাবাসী।গোবিন্দগঞ্জের থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন
এদিকে পাশের গ্রামের বাসিন্দা মামুনুর রশীদ মামুন জানিয়েছেন খরিয়া গ্রামের উপর দিয়ে গোবিন্দগঞ্জ শহর হতে বাড়ী যাচ্ছিলাম।হঠাৎ জমাকৃত কিছু লোকের কান্নাকাটি শুনে এগিয়ে যাই।গিয়ে শুনি কুয়েত প্রবাসী শাহ আলমের পুত্র পানিতে ডুবে মারা গেছে। মৃত্যুদেহটি গামছা দিয়ে ঢাকা এবং পাশে মাসহ স্বজনদের কাঁদতে দেখলাম।ছবিঃপ্রতিকী
Leave a Reply
You must be logged in to post a comment.