
সিএনআই নিউজ : পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর থেকে টানা প্রায় সাড়ে চার মাস আন্তর্জাতিক উড়ান চলাচলের জন্য বন্ধ ছিল পাক-আকাশপথ। সদ্য গত মঙ্গলবার বিদেশি যাত্রিবাহী এবং মালবাহী বিমানের জন্য নিজেদের আকাশপথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। কিন্তু এত দিন ওই আকাশপথ বন্ধ থাকার জন্য সরকারের মোট পাঁচ কোটি ডলার ক্ষতি হয়েছে বলে করাচিতে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে জানান পাক বিমানমন্ত্রী গুলাম সারওয়ার খান। ঋণে জর্জরিত পাক সরকারের জন্য এটা বড়সড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। আফগানিস্তান সরকারও জানিয়েছে, সে দেশ থেকে ভারতে আসার আকাশপথ বন্ধ থাকায় তাদের ২ কোটি ৭০ লক্ষ ডলার ক্ষতি হয়েছ।
Leave a Reply
You must be logged in to post a comment.