
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে চলমান বন্যা পরিস্থিতে
দুর্গতদের মাঝে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সাজু ঠিকাদার
নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। গত মঙ্গলবার
কুড়িগ্রাম পৌরসভা ও পাঁচগাছী ইউনিয়নের এই খাদ্য বিতরণ
করা হয়। খাদ্য বিতরণ কালে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোস্তাফিজুর
রহমান সাজু, সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মমিনুল ইসলাম,
সাবেক ছাত্র লীগ নেতা রিপন আহমেদ ও আনিছুর রহমান শান্ত, আঃ
গফুর, বুলেট, বাবু। কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা, হানাগড়,
খানপাড়া, মরাকাটা, পাঁচগাছীর শুরকুর বাজার ও মাঝের চরে শুকন
খাবার হিসাবে চিড়া, গুড়, বিস্কুট, মোমবাতি এবং দিয়াশালাই
বিতরণ করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.