
সিএনআই নিউজ : বিয়ে না করেই তিন বছরের কন্যা সন্তানের মা মাহি গিল। তার বয়ফ্রেন্ড আছে এবং তিনি লিভ-ইন সম্পর্কে রয়েছেন। বিয়ে না করেও পরিবার-সন্তান সবই পাওয়া যায়। তাই আলাদা করে বিয়ের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না এই ৪৩ বছরের বলিউড অভিনেত্রী। খবর জি নিউজের।
সম্প্রতি ‘ফ্যামিলি অব ঠাকুরগঞ্জ’ সিনেমার প্রচারনায় এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এমনটা জানিয়ে রীতিমতো খবরের শিরোনাম হয়েছেন ৪৩ বছরের এই বলিউড অভিনেত্রী । তিনি বলেন, আমি খুব গর্বিত যে আমি ‘সিঙ্গেল মাদার’। বিয়ে এখনো করিনি। যখন আমি বিয়ে করতে চাইবো, করে ফেলবো। মাহি জানান, তিনি মেয়ে ভেরোনিকাকে নিয়ে মুম্বাইয়ে থাকেন। আর তার প্রেমিক থাকেন গোয়াতে। মাঝেমধ্যে মেয়েকে নিয়ে গোয়াতে যান তিনি। দীর্ঘ ১৬ বছরের অভিনয় ক্যারিয়ারে গুলাল, দাবাং, পান সিং তোমার, বুদ্ধা ইন ট্রাফিক জ্যাম ও সাহেব বিবি অউর গ্যাংস্টার ফ্রাঞ্চাইজিসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন মাহি গিল।
Leave a Reply
You must be logged in to post a comment.