বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

ঈদে সাভারের বিনোদন কেন্দ্রে যা হচ্ছে (ভিডিও)

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:42 pm, শনিবার, ৮ জুন, ২০১৯

স্টাফ রিপোর্টার : ঈদের আনন্দকে উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে ঢাকার সাভারের আশুলিয়ায় বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছে বিনোদন প্রেমীরা। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই আশুলিয়ার জামগড়া এলাকায় থিম পার্ক খ্যাত ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্কে উৎসব উপভোগ করতে আসতে থাকে হাজার হাজার দর্শক। বড়দের পাশাপাশি ছোটরাও ঈদের আনন্দ উপভোগ করতে উপস্থিত হয় বিনোদন কেন্দ্র গুলোতে।


এদিকে মধ্যবৃত্ত ও নিম্মবৃত্ত আয়ের মানুষেরা তাদের বিনোদনের জন্য পরিবার পরিজন নিয়ে আসছেন সাভার শহীদ স্মৃতিসৌধ ও সাভার সেনানিবাসের মিনি চিড়িয়াখানায়।
ঈদ আনন্দ উৎযাপনে একটুও ক্লান্তি নেই ছোট সোনামনিদের। ঈদুল ফিতরের ছুটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে আশুলিয়ার কনকর্ড গ্রুপের থিম পার্ক ফ্যান্টাসী কিংডম ও বাড়ইপাড়া এলাকার নন্দন পার্ক। আনন্দ ভাগ করে নিতে বড়রাও পিছিয়ে নেই। ট্রেন, রোলার কোষ্টারসহ বিভিন্ন এডভেন্সার রাইডে ঘুরে বেড়াচ্ছেন তারা। তরুন-তরুণীরা গানের তালে তালে কৃত্রিম সমুদ্র ঢেউয়ের নীল জলে মেতে উঠেছে বাঁধ ভাঙ্গা উল্লাসে। ভেদাভেদ ভুলে ছোট-বড় সবাই এক কাতারে। ঈদের ছুটিতে বিনোদন প্রেমী দর্শনার্থীদের আকৃষ্ট করতে কর্তৃপক্ষ রেখেছেন বাড়তি নিরাপত্তায় ব্যবস্থা।

ঈদের ছুটি শেষে নগরবাসী আবারো ফিরবে কোলাহলযুক্ত যান্ত্রিক জীবনে। আর তাই এ ঈদের ছুটিতে আনন্দ উপভোগ করতে কিছুটা স্বস্তি নিয়ে বিনোদন প্রেমীরা ছুটে আসে বিনোদন কেন্দ্রে। সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগীতায় তাদের এ ঈদ উৎসব পালন আরও নান্দনিক হবে কিছুক্ষণের জন্য। তারা ভুলে যাবে ক্লান্তিহীন কোলাহল জীবনের কথা এমনটাই প্রত্যাশা বিনোদন প্রেমীদের। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com