
সুমন (হাটহাজারী প্রতিনিধি) : চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে(৭ এপ্রিল)রোববার অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেয় ছাত্রলীগকর্মী একাংশ।সম্প্রতি অস্ত্র মামলায় কারাগারে থাকা ৬ ছাত্রলীগ কর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার, ২০১৫ সাল থেকে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার, হাটহাজারী থানার ওসির প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগসহ চার দফা দাবিতে ছাত্রলীগের ধর্মঘটের এই ডাক দেয়।
এই বিষয় নিয়ে চবি উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী সোমবার ৮ এপ্রিল বিকাল ৩টায় ৩৫ সদস্যের বিশ্ববিদ্যালয়ে একটি দলের সঙ্গে আলোচনায় বসে। আন্দলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় চবির উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
উপাচার্য এই আশ্বাস পেয়ে ও ছাত্রলীগীর দাবি মেনে নেয়াতে আজ সোমবার বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ সভাপ্রতি এনামুল হক আরাফাত সাংবাদিকদের বলেন, চবি উপাচার্য আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।তাই এই আশ্বাস পেয়ে চবির ছাত্রলীগের নেতা কর্মীরা অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.