
সিএনআই নিউজ : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে বাসাবোর ঢালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ঢাকা ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল নোমান (১৭) ও কদমতলী পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র তাজউদ্দিন হোসেন তুহিন (২০)।
নোমান সবুজবাগের ৩৮০ নম্বর ওহাব কলোনির বাসিন্দা মোহাম্মদ শেখ আহমেদ মজিদের ছেলে ও তুহিন ৪০১ নম্বর ওহাব কলোনির তোফাজ্জল হোসেনের ছেলে।
সবুজবাগ থানার এসআই হেদায়েত হোসেন মোল্লা জানান, বিকালে খিলগাঁও ফ্লাইওভারের বাসাবোর ঢালে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় নোমান ও তুহিন। এ সময় আইল্যান্ডের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাড়ে ৪টায় দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিল নোমান।
ময়নাতদন্তের জন্য দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.