শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউএনজিএ সফরে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ গাজার শেষ নৌবহরটি আটক করেছে ইসরাইল জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই : অ্যাটর্নি জেনারেল গাজায় নৌবহর প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভ ডাকসু নির্বাচনে সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা বেনাপোলে কিশোরকে অপহরণের পর নির্যাতন, চোখবাঁধা ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি নির্বাণ লাইব্রেরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

পড়া যাবে হোয়াটসঅ্যাপের মুছে ফেলা মেসেজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:56 pm, রবিবার, ৩ মার্চ, ২০১৯

সিএনআই নিউজ : হোয়াটসঅ্যাপে কোনও ভুল মেসেজ পাঠিয়ে ফেললে এখন আর সমস্যায় পড়তে হয় না। কারণ সঙ্গে সঙ্গেই তা মুছে ফেলার সুবিধেও করে দিয়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এই ফিচার চালু হওয়ার পর থেকেই অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের মধ্যে বিষয়টি বেশ জনপ্রিয়ই হয়ে উঠেছে। কিন্তু সমস্যা হল একটাই।  যিনি পাঠাচ্ছেন এবং যাঁকে পাঠাচ্ছেন, দুজনের চ্যাট বক্স থেকেই মেসেজটি ডিলিট হয়ে যায়। কিন্তু অনেকেই চান, যে মেসেজটি মুছে ফেলা হয়েছে তা প্রাপকের মোবাইলে না দেখালেও প্রেরকের চ্যাট বক্সে দেখাক। চিন্তা নেই, গ্রাহকদের সে ইচ্ছেও একবার পূর্ণ হবে। এ নিয়ে হোয়াটসঅ্যাপ সরাসরি কোনও ফিচার না আনলেও এ প্রতিবেদনে জানতে পারবেন সেই উপায়।  

মাস নয়েক আগে মেসেজ মুছে ফেলার অপশনটি চালু হয়েছিল। কিন্তু প্রেরকরাও মেসেজ ডিলিট করে দিলে তা আর দেখার সুযোগ পান না। কিন্তু প্রযুক্তির কল্যাণে কিছুই অসম্ভব নয়। আর তাই নয়া পদ্ধতি খুঁজে বের করা গিয়েছে। আসলে এই মেসেজিং অ্যাপের নোটিফিকেশনগুলি অ্যান্ড্রয়েড সিস্টেমে রেজিস্টার করা থাকে। যা থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে দেখা যায়। কীভাবে মেসেজ পাঠিয়ে ডিলিট করে ফেলার পরও তা দেখতে পাবেন? বিস্তারিত জেনে নিন।

‘নোটিফিকেশন হিস্ট্রি লগ’ অ্যাপটি স্মার্টফোন ইনস্টল করে নিন। গুগল প্লে-স্টোর থেকেই পেয়ে যাবেন অ্যাপটি। ফ্রি অ্যাপ। তাই খরচের কোনও ব্যাপার নেই। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে নোটিফিকেশন হিস্ট্রি অপশনে ক্লিক করুন। এবার খুঁজে নিন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন। সেখানেই android.text ফরম্যাটে অনায়াসে পড়া যাবে ডিলিট করে দেওয়া মেসেজগুলি। এছাড়াও মুছে ফেলা মেসেজ পড়ার অন্য একটি উপায় আছে। তার জন্য নোভা-র মতো কাস্টম থার্ড-পার্টি লঞ্চার ইনস্টল করতে হবে। এরপর হোমস্ক্রিনে দীর্ঘ প্রেস করলেই ভেসে উঠবে Widgets বোতাম। সেখানে Activities অপশনে ক্লিক করুন। সেখানকার সেটিংসে গিয়ে নোটিফিকেশন লগ-টি খুঁজে ক্লিক করলেই হোমস্ক্রিনে শর্টকাট হিসেবে এই অপশনটি চলে আসবে। ব্যস, এবার প্রয়োজন মতো মুছে ফেলা মেসেজ দেখে নিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com