সিএনআই নিউজ : ওজন ১০৮ কেজি, উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। আর এক পাউন্ড ওজন বাড়লেই মোটাদের তালিকায় পড়ে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিকিৎসকদের কড়া নিষেধ, ওজন কমাতে হবে। ফলে ছাড়তে হবে বার্গার, রেড মিট।
মার্কিন প্রেসিডেন্টের খুব পছন্দের খাবার ছিল ম্যাকডোনাল্ডসের বিগ ম্যাক। প্রায়ই তিনি সেই ম্যাক খেয়েই লাঞ্চ করতেন। হোয়াইট হাইসের চিকিৎসক রনি জ্যাকসনের পরামর্শে তাও এবার ছাড়তে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। তৈরি করে দেওয়া হয়েছে নতুন খাবারের তালিকা।
সূত্রের খবর, কয়েক সপ্তাহ ধরে নতুন মেনু শুরুও করে দিয়েছেন ট্রাম্প। এখন তার খাবারের পাতে থাকছে মাছ, স্যালাড, ফিস স্যান্ডউইচ, ফিস স্যুপ। জিমও করতে শুরু করেছেন ট্রাম্প।
রনি জ্যাকসন জানিয়েছেন, ‘প্রেসিডেন্টের স্বাস্থ্য বেশ ভাল। শুধু একটু ওজন কমাতে হবে। আগামী কয়েক বছর তিনি ভালই থাকবেন। প্রেসিডেন্ট নিজেও ৪-৫ কেজি ওজন কমিয়ে ফেলতে চান।’
শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/১৯৪২