রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

শিক্ষার মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:32 pm, মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

2017-07-17_10_409466সিএনআই নিউজ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষার মান নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য মেজর জেনারেল মো. সালাহউদ্দিন মিয়াজী গতকাল বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, উচ্চ শিক্ষার মান নিশ্চিত করুন, যাতে ছাত্র-ছাত্রীরা বৈশ্বিক প্রতিযোগিতার সুযোগ নিতে পারে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ অন্যান্য বিশ্ববিদ্যালয় যাতে অনুসরণ করে সে ধরনের গুণগতমানসম্পন্ন শিক্ষার দৃষ্টান্ত স্থাপনের জন্য বিইউপি উপাচার্যকে নির্দেশ দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে এ তথ্য জানান।
বিইউপি উপাচার্য এই প্রতিষ্ঠান পরিচালনায় সর্বাত্মক সমর্থন প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সাম্প্রতিক অবকাঠামোগত উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনাসহ সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
মেজর জেনারেল মিয়াজী আবদুল হামিদকে আরো জানান, জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে গবেষণা পরিচালনায় বিইউপি ‘বঙ্গবন্ধু চেয়ার’ চালু করেছে।
উপাচার্য বিশ্ববিদ্যালয়েল কর্মকান্ড যথাযথভাবে পরিচালনায় রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com