সীমান্ত হেলাল, সিএনআই নিউজ, মনপুরা(ভোলা) প্রতিনিধি : সারাদেশের ন্যায় জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলার মনপুরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১ আগষ্ট সোমবার সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্ব-স্ব ক্যাম্পাসে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে হাজীর হাট হোসাইনিয়া আলিম মাদ্রাসা, চরফৈজুদ্দিন দাখিল মাদ্রাসা ও বদিউজ্জামান দাখিল মাদ্রসার যৌথ উদ্যোগে সকল শিক্ষক/শিক্ষার্থীদের অংশ গ্রহনে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী।
অপরদিকে স্ব-স্ব ক্যাম্পাসে সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে, মনপুরা ডিগ্রি কলেজ, মনোয়ারা বেগম মহিলা কলেজ, মনপুরা ফাজিল/ডিগ্রি মাদ্রসা, কারামতিয়া দাখিল মাদ্রাসা, উত্তর সাকুচিয়া মহিলা মাদ্রাসা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com