সিএনআই নিউজ , ( ২৯ মে ): কিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে নৌকাডুবিতে ৫ নারী আনসার সদস্য নিহত হয়েছে। তারা নির্বাচনী দায়িত্ব পালন শেষে ওই নদী পথে বাড়ি ফিরছিলেন।
রবিবার ভোররাতে মিঠামইনের ঘোড়াউত্রা নদী ঘাটের ১শ' গজের মধ্যে এ ঘটনা ঘটে। মৃত আনসার সদস্যরা হলেন- বিউটি (৩০) হাসনা আরা (৩৫) , নাবিনা (৩৫), ও মোমেনা (৪০)। একজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি। তাদের সবার বাড়ি জেলার নিকলী উপজেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, রাতে হাওর এলাকায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে অর্ধশতাধিক আনসার সদস্য নদী পথে বাড়ি ফিরছিলেন। নৌকাটি নদীর বাজার ঘাট থেকে নিকলী যাচ্ছিল। ঘাটের কাছেই দমকা হাওয়া ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও ওই পাঁচ নারী আনসার সদস্য নদীতে ডুবে যায়।
রবিবার সকালে মৃত আনসার সদস্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
দিয়া ইসলাম /সিএনআই নিউজ/ ১৫
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com