
পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ (ইপি) নির্বাচনী সংঘর্ষে দুপুর পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রাম, নোয়াখালী ও জামালপুরে একজন করে মারা যায়। এছাড়া ভোটকেন্দ্র দখল, ব্যালট বক্স ছিনতাইসহ নির্বাচনী সংঘাতে আহতের সংখ্যা কয়েকশ।
অনিয়মের অভিযোগে বেশকিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী কর্মকর্তা। কারচুপি ও ব্যালটে প্রকাশ্যে সিল মারা, এজেন্টদের নির্বাচন কেন্দ্র থেকে বের করে দেয়ার প্রতিবাদে বিএনপি প্রার্থীরা নির্বাচন বর্জনেরও ঘোষণা দিয়েছেন।কেন্দ্রে ঢুকে ব্যালটপেপারে জোর করে সিল মারা, ছিনতাই, বিরোধী প্রার্থীদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া, প্রতিন্দ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের উপর হামলার অসংখ্য খবরের পরও দুপুরে ইসি কার্যালয়ে সংবাদকর্মীদের কমিশনার আবু হাফিজ বলেছেন, ভোট মোটামুটি ‘ভালো’ হচ্ছে। যেখানে অনিয়মের খবর পাওয়া যাচ্ছে সেখানে ভোটগ্রহণ স্থগিত করে দিচ্ছেন কর্মকর্তারা।
এদিকে আমাদের চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় একজন ইউপি সদস্য প্রার্থী নিহত হয়েছেন। ইয়াছিন নামের ওই প্রার্থীকে ভোট কেন্দ্রের বাইরে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করে খুন করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইয়াছিন নামে একজনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে অসংখ্য ছুরির আঘাত রয়েছে।’
নোয়াখালী প্রতিনিধি জানান, বেলা ১১টার দিকে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ‘রাজগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসা’ কেন্দ্রের বাইরে মারা গেছেন এক ব্যক্তি। তার নাম সৈয়দ আহমদ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্বৃত্তদের একটি দল এ কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালটবক্স ছিনতাইয়ের চেষ্টার সময় পুলিশ ধাওয়া দেয়। এ সময় সৈয়দ আহমদ ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হচ্ছিলেন। চারদিকে দৌড়াদৌড়ি দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পালানোর সময় দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ভাতিজা বেলায়েত হোসেন জানান, তার চাচা ভোট দিয়ে বের হওয়ার সময় পুলিশ কেন্দ্রে বিশৃঙ্খলাকরীদের ধাওয়া করে। এ সময় তিনি ভয়ে দৌড় দিতে গিয়ে দেয়ালের সঙ্গে আঘাত পেয়ে মারা যান।
এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।