
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে দুই সদস্য (মেম্বার) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেটেকেন্দ্র এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, দুপুরে ভোটগ্রহণ চলাকালে জাল ভোট প্রদান করাকে কেন্দ্র করে ৫নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) প্রার্থী সুরু মিয়ার সমর্থকদের সঙ্গে আরেক সদস্য প্রার্থী মনির মিয়ার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঈনুর রহমান জানান, সংঘর্ষ ভোটকেন্দ্রের বাইরে হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।